20 থেকে 30 হাজার টাকার মধ্যে স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত জানুন
মোবাইল ফোন চার্জ দেওয়ার সঠিক নিয়ম সম্পর্কে জানুনপ্রিয় পাঠক, আপনি কি ২০ থেকে ৩০ হাজার টাকার মধ্যে স্মার্টফোন সম্পর্কে জানতে চান? তাহলে এই আর্টিকেলটি শুধুমাত্র আপনার জন্য হতে চলেছে। কেননা 20 থেকে 30 হাজার টাকার মধ্যে স্মার্টফোন অনেকেই খুঁজে থাকে এবং সকলেই এই বাজেটের মধ্যে ভালো মানের ফোন কেনার আগ্রহ করেন। এর জন্যই ২০ থেকে ৩০ হাজার টাকার মধ্যে স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
অনেকে রয়েছে ভালো মানের একটি ফোন ব্যবহার করার জন্য গুগলে অথবা youtube এ সার্চ করে থাকে। ২০ থেকে ৩০ হাজার টাকার মধ্যে স্মার্টফোন সম্পর্কে। অনেকেই সঠিক রেজাল্ট পায় না, এর জন্যই মূলত আমি এই আর্টিকেলটি আপনাদের জন্য লিখতে বসেছি। এবং অবশ্যই এই আর্টিকেলটি পড়ে আপনি ২০ থেকে ৩০ হাজার টাকার মধ্যে স্মার্টফোন কিনতে পারবেন এবং ভালো খারাপ সবকিছুই জানতে পারবেন। তাই আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।
পোষ্ট সূচিপত্রঃ 20 থেকে 30 হাজার টাকার মধ্যে স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত জানুন
ভূমিকা-20 থেকে 30 হাজার টাকার মধ্যে স্মার্টফোন
আমরা মূলত ২০ থেকে ৩০ হাজার টাকার মধ্যে স্মার্টফোন সম্পর্কে আলোচনা করব। এছাড়াও কয়েকটি বেশি মূল্যের স্মার্টফোন সম্পর্কেও বিশেষভাবে আলোচনা করব। তাই দেরি না করে চলুন এই আর্টিকেলটি শুরু করা যাক। আশা করি এই আর্টিকেলটি আপনার একটি ভালো মানের স্মার্টফোন কেনার জন্য সহায়তা করবে।
২০ থেকে ২৫ হাজার টাকার ফোন ২০২৪
বর্তমানে স্মার্টফোনের বাজার অনেকটাই কম বললেই চলে। এছাড়াও ২০ থেকে ২৫ হাজার টাকার ফোনে মিলছে নানা ধরনের সিস্টেম সেটিং। আগে আমরা লক্ষ্য করতাম লাখ টাকার ফোনে অনেক ধরনের ফিউচার দেখতে পাওয়া যেত। এখন যুগ বদলানোর সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলে যাচ্ছি। এর জন্যই মূলত এখন ২০ থেকে ২৫ হাজার ফোনেও নানা ধরনের ফিউচার দেখা যাচ্ছে।
যেমন ২০ থেকে ২৫ হাজার টাকার ফোনে আগে ৬-১২৮ জিবি ভেরিয়ান্ট পাওয়া যেত। কিন্তু এখন বর্তমানে ৮-১২৮ জিবি ভেরিয়ান্ট পাওয়া যাচ্ছে মাত্র ২০ থেকে ২৫ হাজার টাকার ফোনেও। এছাড়াও ক্যামেরা থেকে শুরু করে ব্যাটারি পর্যন্ত অনেকটাই পাওয়ারফুল পাওয়া যাচ্ছে। আসুন জেনে নিন ২০ থেকে ২৫ হাজার টাকার কিছু ফোন দাম সম্পর্কে।
- poco x4 pro price: 23000
- realme 11x 5g price: 22000
- realme narzo 50 pro price: 25000
- infinix note 30 price: 18999
- tecno camon 20 pro price: 24990
আশা করছি আপনি যদি এগুলোর ভেতরে স্মার্টফোন কিনতে পারেন তাহলে অবশ্যই জিতার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই চাইলে আপনি এই বাজেটের এ ফোন গুলো দেখতে পারেন। এগুলোর ক্যামেরা থেকে শুরু করে ব্যাটারি ব্যাকআপ সহ চিপসেট অনেক সুন্দর এবং এই বাজেটে সেরা ফোন ২০২৪।
২৫ হাজার টাকার মধ্যে স্মার্টফোন ২০২৪
আপনি যদি ২৫ হাজার টাকার ফোন দেখতে চান তাহলে অবশ্যই ভালো মানের ফোন দেখতে পাবেন। এছাড়াও ২৫ হাজার টাকার ভেতরে অনেক কয়টায় ব্র্যান্ড ফোন আপনি দেখতে পারেন। সেগুলো অবশ্যই গেমিং এবং ক্যামেরা ভাল হবে আমি কিছু। ফোনের নাম আপনাদেরকে বলে দিচ্ছি এবং এগুলো থেকে আপনি বাছাই করে আপনার পছন্দমত খুব সহজেই ফোন নিতে পারবেন। এছাড়াও দাম সহ আপনি জেনে নিতে পারবেন।
- Redmi note 12 pro price: 24,000
- tecno camon 20 pro price: 26,999
- honor x8a price: 25,499
- redmi 13c 5g price: 20,000
এই চারটি ফোন আপনি গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন কারণ এ ফোনগুলোতে ভালো পারফরম্যান্স সহ ক্যামেরা, ব্যাটারি ব্যাকআপ, এবং গেমিং খুব সহজেই করতে পারবেন এবং কোন উপকার ঝামেলা ছাড়া। তাই এই বাজেটের এ ফোন গুলো আপনি দেখতে পারেন।
৩৫ হাজার টাকার মধ্যে মোবাইল ২০২৪
আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেছেন ৩৫ হাজার টাকার মধ্যে মোবাইল। হ্যা আপনি ৩৫ হাজার টাকার মধ্যেও অবশ্যই ভালো মানের একটি ফোন পেয়ে যাবেন। এছাড়াও ভালো মানের ফিউচার সহ নানা ধরনের ফিউচার সেটিং পেয়ে যাবেন। আগে ৫০ থেকে ৬০ হাজার টাকার ভেতরে যে সকল চিপসেট এবং ফিউচার দিতে সেগুলো আপনি খুব সহজেই ৩৫ হাজার টাকার ফোনে পেয়ে যাবেন।
কেননা আস্তে আস্তে ফোনের দাম অনেকটাই কমে যাচ্ছে এবং কম বাজেটের ফোনগুলোতে ভালো মানের ফিউচার দিয়ে কাস্টমারদের চাহিদা পূরণ করছে। তাই কিছু ব্যাংকে ধন্যবাদ দিতে চাই, কেননা অনেকের সামর্থ্য নেই লাখ লাখ টাকার ফোন কেনার আর লাখ টাকার ফোনের ফিউচার আপনি খুব সহজেই ৪০ বা ৩৫ হাজার টাকার ফোনে পাচ্ছেন।
এছাড়াও বর্তমানে কাস্টমাররা সবচেয়ে বেশি ক্যামেরা এবং গেমিং ফোনের চাহিদা করে থাকে। গেম খেলার জন্য অবশ্যই একটি ভালো মানের ফোন প্রয়োজন। গেম এর জন্য সবচেয়ে মূল হচ্ছে চিপসেট, চিপসেট 35 হাজার টাকার মধ্যে ভালো মানের দেওয়াই অনেকটাই কাস্টমারদের ভালোলাগা কাজ করছে এবং অর্থ বেঁচে যাচ্ছে।
৩৫ হাজার টাকা ফোনের কিছু দাম সহ মডেল নিচে দেওয়া হল-
- samsung galaxy f23 5g price: 33,999
- poco m6 pro 5g price: 34,000
- iqoo z7 pro price: 34,000
- realme 11 pro price: 35,000
20 হাজার টাকার মধ্যে ভালো মোবাইল 2024
বর্তমান বাজারে কিছু কিছু মোবাইল কোম্পানি আছে ভালো মানের ফিউচার দিয়ে ২০ হাজার টাকার মধ্যে ভাল ফোন পাওয়া যাচ্ছে। বিশেষ করে টেকনো, ইনফিনিক্স সহ realme, vivo, এছাড়াও অপ্পো ফোন 20000 টাকার ভিতরে পাওয়া যাচ্ছে। এবং এগুলো মূলত 6-128 ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে। এই ফোনগুলো মূলত হেবি ইউজারদের জন্য নয়।
কেননা হেভি ইউজাররা গেমিং ফোন খুঁজে দেখেন এবং ব্যবহার করেন। আর এগুলো তেমন হার্ড গেমস খেলা যাবে না এর জন্যই হেভি ইউজারদের জন্য ফোন গুলো নয়। যারা ক্যামেরা লাভার এবং ব্যাটারি ব্যাকআপ ভালো চাচ্ছেন তাদের জন্য মূলত বিশ হাজার টাকার বাজেটের ফোন গুলো বেস্ট হতে চলেছে এবং অনেকের বাজেট ২০০০ টাকা। আর এই দাম দিয়েই মূলত আপনি একটি ভাল ফোন পেয়ে যাবেন।
চিন্তার কোন কারণ নাই আপনি চাইলেও অনেক ধরনের অফলাইন গেম খেলতে পারবেন এবং ফ্রি ফায়ার গেমো খেলা যেতে পারে। তবে সতর্কতার সঙ্গে খেলবেন এবং আমার মতে না খেলায় উত্তম। তবে ২০ হাজার টাকার ভেতরে ফোন অবশ্যই ভালো মানের হবে। আপনাদের সুবিধার্থে কয়েকটা ফোনের দাম সহ মডেল নিচে দেওয়া হল-
- vivo y17 s price: 15,999
- oppo a18 price: 13,990
- oppo a17 price: 14,990
- tecno spark 10 pro price: 13,499
- infinix hot 30 price: 13,999
- realme c55 price: 19,999
২০ হাজার টাকার বাজেটের এ ফোনগুলো আপনি চয়েস করতে পারেন। এগুলো দামে কম হলেও মানে অবশ্যই ভালো হবে। তাই আপনি দেখে শুনে বুঝে অবশ্যই এ ফোন গুলোর ভিতরে চয়েস করতে পারেন। এছাড়াও দাম কিন্তু ওঠা নামা করতে পারে তাই তাৎক্ষণিক ভাবে আপনি আবারো গুগলে অথবা দোকান থেকে দাম জেনে নিতে পারেন।
৪০ হাজার টাকার মধ্যে মোবাইল ২০২৪
অনেকে রয়েছে বাজেট একটু বেশি এবং ৪০-৪৫ এর আশেপাশে তারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছেন এই দামের ফোনগুলো কেমন হবে? হ্যাঁ অবশ্যই ভালো হবে। কেননা এখন বর্তমানে ফোনের ভিতরে সব ধরনের চাহিদা সম্পন্ন পাওয়া যাচ্ছে বললেই চলে। এর থেকেও অনেক কম বাজেটে ভালো মানের চিপসেট সহ ফিউচার পাওয়া যাচ্ছে।
আপনি যদি 40 থেকে 45 হাজার টাকার ভিতরে ফোন কিনতে চান তাহলে আমি বলব নিঃসন্দেহে নিতে পারেন। তবে একটু মডেল গুলো এবং ব্র্যান্ড দেখে ফোন কিনবেন। কেননা কিছু কিছু ব্যান্ড রয়েছে তারা ফোনের ভালো দাম রাখা সত্ত্বেও ভালো মানের চিপসেট দিতে দ্বিধাবোধ করছেন। এর জন্য আপনি অবশ্যই মডেল গুলো এবং ভিতরে চিপসেট গুলো গুগলে সার্চ দিয়ে দেখে নেবেন।
এছাড়াও আপনি চাইলেও 40 এর নিচেও ফোন নিতে পারেন। কেননা এখন বর্তমানে 20 থেকে 25000 টাকার ফোনেও ভালো মানের পারফরমেন্স করছে। আর অবশ্যই বর্তমানে আপনি অফিসিয়াল ফোন কেনার চেষ্টা করুন। অনেকেই হয়তো আনঅফিসিয়াল ফোন ব্যবহার করে আসছে এবং করছে তাই অনেক বন্ধু-বান্ধব পরামর্শ দিতে পারে আনঅফিসিয়াল ফোন কেনার সম্পর্কে।
আপনি আনঅফিসিয়াল ফোন কেন কিনতে যাবেন? আর দুই তিন হাজার টাকা দিলেই তো আপনি নতুন অফিসিয়াল ফোন পেয়ে যাচ্ছেন চিন্তা মুক্ত। তাই আপনি অবশ্যই অফিশিয়াল ফোন কেনার চেষ্টা করুন। আপনার হাতে যদি 40 থেকে 45 হাজার টাকা থেকে থাকে তাহলে অবশ্যই ব্র্যান্ডের ফোন কিনুন এবং অবশ্যই আপনি এই দামে ভালো মানের একটি ফোন কিনতে পারবেন।
লেখক এর মন্তব্য-20 থেকে 30 হাজার টাকার মধ্যে স্মার্টফোন
আপনি হয়তো এতক্ষণে জেনে গেছেন ২০ থেকে ৩০ হাজার টাকার মধ্যে স্মার্টফোন কেনার সম্পর্কে। তাই আপনি এখন চাইলেই একটি ভালো মানের স্মার্টফোন কিনতে পারবেন অবশ্যই। ফোন কেনার জন্য তেমন কোন তথ্যর প্রয়োজন নেই তাই আপনি হতাশা না হয়ে আশেপাশে বন্ধু-বান্ধবের সাহায্য নিয়ে যেকোনো বাজেটের ভিতরে আপনি ফোন কিনতে পারেন।
এখন বর্তমানে ফোন সম্পর্কে অনেক বন্ধু-বান্ধব অনেক কিছুই জানে তাই যারা ফোন সম্পর্কে ভালো জানে তাদের সাহায্য নিয়ে অবশ্যই আপনি একটি ফোন নিতে পারেন। এই আর্টিকেলটি আপনার কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং যদি কোন কিছু বুঝতে না পারেন অথবা যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে প্রশ্ন করতে পারেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য এবং শেষ পর্যন্ত আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url